ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নীলফামারীতে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
নীলফামারীতে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু

নীলফামারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নীলফামারী পৌর শহরের টাইন ক্লাব মাঠে এ মেলা শুরু হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান কয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক,  পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও নীলফামারী পৌর শাখার সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

নীলফামারী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু বাংলানিউজকে জানান, মাসব্যাপী মেলায় বিভিন্ন শিল্পের মোট ১০১টি স্টল স্থান পেয়েছে।

এছাড়া শিশু-কিশোরদের শিক্ষা ও বিনোদনের জন্য ভিন্নধর্মী আয়োজন রাখা হয়েছে। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।