ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে আয়কর দিতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
 ‘দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে আয়কর দিতে হবে’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে আয়কর দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ।
 

ময়মনসিংহ: দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে আয়কর দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদ।

তিনি বলেন, ‘নারীরা এখন ট্যাক্স দিচ্ছেন, এটি দেখে আমি খুবই আনন্দিত হয়েছি।

তাদের মাঝেও সচেতনতা গড়ে উঠছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবাই মিলে আয়কর দিতে হবে’।

‘আয়কর ঠিকমতো দিলে দেশের রাজস্ব খাতে উন্নয়ন হবে। আমাদের দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে তর তর করে ওপরে উঠে যাবে’।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কর অঞ্চল, ময়মনসিংহের সম্মাননা ও সনদপত্র প্রদান এবং আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর অঞ্চল, ময়মনসিংহের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফখরুল ইমাম এমপি, সালাহউদ্দিন মুক্তি এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন।  

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘পদ্মাসেতু হচ্ছে নিজস্ব অর্থায়নে। রাজস্ব খাতে অর্থ না থাকলে পদ্মাসেতু কী করে হবে? সারচার্জের টাকা দিয়ে যমুনা সেতু হয়েছিল। ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজ আমাদের সরকারের সময়ে করেছিলাম। টেমস নদীর দু’পাড়ের শহরের ধারণা নিয়েই ব্রহ্মপুত্র নদের ওপারে আমাদের নতুন বিভাগীয় শহর গড়ে উঠবে’।

তিনি বলেন, ‘চরাঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে নতুন বিভাগীয় সদর দফতরের জন্য ফসলের জমি না নিতে আমি বিভাগীয় কমিশনারকে অনুরোধ করেছি। প্রয়োজনে এ বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। কাউকে যেন ভিটে-মাটি থেকে উচ্ছেদ হতে না হয়, সেদিকে সবার আগে দৃষ্টি দিতে হবে’।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬

এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।