ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ ও ইপিবির দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বিজিএমইএ ও ইপিবির দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারওয়ান বাজারের ইপিবি অফিসে বিজিএমইএ ও ইপিবির মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা: পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারওয়ান বাজারের ইপিবি অফিসে বিজিএমইএ ও ইপিবির মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সমঝোতা স্মারকে বিজিএমইএ’র পক্ষে বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির ও ইপিবি’র পক্ষে পরিচালক জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আ ফ ম মঞ্জুর কাদির স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইপিবি’র ভাইস চেয়ারম্যান ও সিইও মাফরুহা সুলতানা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।