ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
 ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র উদ্বোধন

আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র উদ্বোধন করা হয়েছে।

ঢাকা: আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন হলে আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভিগো ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, আয়রন, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার ও ওয়াশিং মেশিনসহ ১৩ ক্যাটাগরির ইলেকট্রনিক্স পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতারা এখন ক্রয় করতে পারবেন।    

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ভিগো ব্র্যান্ডের পণ্যসমূহ এখন বেস্ট বাইসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের শো রুমে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে দেশব্যাপী ভিগো আউটলেট স্থাপন ও ডিলার নিয়োগের মাধ্যমে ক্রেতাদের দোরগোড়ায় এর পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে।

এসময় বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার ব্যাপারে তিনি জোর দেন।

ভিগো’র পণ্যগুলো ক্রেতাদের আস্থা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) তৌকিরুল ইসলাম ও বিপণন প্রধান মোহাম্মদ রাশেদ-উল-আলম।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬

এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।