ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইডিআরএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’র যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আইডিআরএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’র যাত্রা শুরু

‘আইডিআরএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’ নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তা ও কর্মচারীরা।

ঢাকা: ‘আইডিআরএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’ নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তা ও কর্মচারীরা।
 
বিমা খাতের সার্বিক উন্নতির লক্ষ্যে সরকার তথা কর্তৃপক্ষের কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, সর্বোপরি কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় সংরক্ষণের লক্ষ্যে সম্প্রতি অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


 
নতুন এ সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তানিয়া আফরিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবুল হাসনাত।

৩১ সদস্যের কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে মোহাম্মদ মোর্শেদুল মুসলিম, সহ সভাপতি জিনিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মির্জা আবু ইউসুফ নির্বাচিত হয়েছেন।
 
 বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
 এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।