শনিবার (০৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিডি এক্সপো- ২০১৭’এর সোলার পাওয়ার লিমিটেডের ৫২১ নম্বর স্টলে গিয়ে এ তথ্য জানা যায়।
সোলার পাওয়ার লিমিটেডের স্টল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসা-বাড়ির ইনডোর ও আউটডোরে লাগানোর জন্য প্রায় সব ধরনের এলইডি লাইট তাদের কাছে রয়েছে।
এসব এলইডি লাইট ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। সোলার পাওয়ার লিমিটেডের লুমিপেক্স এলইডি লাইট ক্রেতারা সর্বনিম্ন ৪৫ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকায় কিনতে পারবেন। লুমিপেক্স এলইডি লাইটে কেনার দুই বছর মধ্যে নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের সুবিধা দিচ্ছে সোলার পাওয়ার লিমিটেড। তবে এ রিপ্লেসমেন্ট সুবিধা গ্রাহকরা লাইট কেনার দিন থেকে শুরু হয়ে চলবে দুই বছর পর্যন্ত পাবেন। লুমিপেক্স এলইডি লাইটে ২৫ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে বলেও তারা জানান।
এছাড়া বিডি এক্সপো উপলক্ষে সোলার পাওয়ার লিমিটেডের সব ধরনের সোলার প্যানেলে ২৫ শতাংশ মূল্যছাড়ও দেওয়া হচ্ছে। এসব সোলার প্যানেল বাসা-বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা ও অফিসেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যাবে।
গ্রাহকরা এসব সোলার প্যানেল অর্ডার করলে সোলার পাওয়ার লিমিটেড ফ্রি পরিবহন সেবাসহ গ্রাহকদের বাড়ি বা কলকারখানায় লাগিয়ে দেওয়া হবে।
এক্সপো উপলক্ষে মূল্যছাড়ের বিষয়ে সোলার পাওয়ার লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মীর মো. এহেসান হুদা বাংলানিউজকে বলেন, এক্সপো উপলক্ষে এ মূল্যছাড় ক্রেতাদের কাছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানানো। এখন পর্যন্ত আমরা ক্রেতাদের ভালো সাড়াও পেয়েছি। এ ধরনের আন্তর্জাতিক এক্সপো আমাদের দেশের কোম্পানিগুলোর জন্য বড় ধরনের একটি সুযোগ দেশি-বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পরিচিতি করার।
তিন দিনব্যাপী বিডি এক্সপোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সর্বমোট ২১৫টি স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এক্সপো খোলা থাকবে। বিকেলে তিনদিনব্যাপী এই এক্সপোর পর্দা নামবে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএ/এএটি/এসএইচ