ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

র‌্যাডিসন ব্লু চিটাগং’র সহকারী পরিচালক হলেন ফারহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
র‌্যাডিসন ব্লু চিটাগং’র সহকারী পরিচালক হলেন ফারহান

র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ’র সহকারী পরিচালক (এডি-সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহানুল কে. চৌধুরী (ফারহান)।

রোববার (২ এপ্রিল) চট্টগ্রামের পাঁচ তারকা হোটেলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারহানুল কে. চৌধুরী একজন প্রসিদ্ধ ব্যবসায়ী নেতা।

তার রয়েছে বেশ কিছু স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ কাজ করার অভিজ্ঞতা।

র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ’তে দায়িত্ব পাওয়ার আগে ফারহানুল কে চৌধুরী কনকর্ড ফয়’স লেক রিসোর্টের সেলস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক, দু’সাই রিসোর্ট অ্যান্ড স্পা’র সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। তিনি জাপান পেন্টা-ওশ্যান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।

এক যুগ ধরে সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরের বিস্তৃত আঙিনায় কাজ করা ফারহান মার্কেট অপারেশনে ফলপ্রসূ ব্যবস্থাপনা কৌশল নিয়ে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে তার দক্ষতা দেখিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত ফারহান র‌্যাডিসন ব্লু চিটাগং বে ভিউ’র সেলস, মার্কেটিং, জনসংযোগ ও পণ্য উন্নয়ন প্রকল্পগুলোর স্বল্প ও দীর্ঘিমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করবেন।

তার নিয়োগপ্রাপ্তিতে পাঁচ তারকা হোটেলটির মহাব্যবস্থাপক (জিএম) রবিন এডওয়ার্ডস এক বার্তায় ফারহানকে অভিনন্দন জানান এবং তার বিস্তৃত অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।