ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বাগেরহাটে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলার উদ্বোধন করেন এফবিসিসিআই’র পরিচালক শেখ ফজলে ফাহিম।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

মেলাকে বাগেরহাটবাসীর কাছে আকর্ষণীয় করে তুলতে স্টেডিয়ামের ভেতরে মনোমুগ্ধকর ট্রাওয়ার গেট ও সৌন্দর্য বৃদ্ধির জন্য দু’টি ফোয়ারা নির্মাণ করা হয়েছে। চারটি প্যাভেলিয়ানসহ মেলায় মোট ৪০টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।