ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটনকে অগ্রগামী শিল্প প্রতিষ্ঠান বললেন অর্থমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
ওয়ালটনকে অগ্রগামী শিল্প প্রতিষ্ঠান বললেন অর্থমন্ত্রী কালিয়াকৈর চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্প্রেসার উৎপাদন কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-ছবি: বাংলানিউজ

গাজীপুর: ওয়ালটনকে অগ্রগামী শিল্প প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, বাংলাদেশের একমাত্র অগ্রগামী ম্যানুফ্যাকচারিং শিল্প প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালটন। তারা প্রতিটি খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল এখন দেশেই তৈরি করছে।

এসব দিয়ে এখন দেশেই তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ সব পণ্য।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্প্রেসার উৎপাদন কারখানা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। কালিয়াকৈর চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্প্রেসার উৎপাদন কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত-ছবি: বাংলানিউজকম্প্রেসার উৎপাদন কারখানা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী কম্প্রেসারের আনুষঙ্গিক কাঁচামাল ও  পূর্ণাঙ্গ কম্প্রেসার তৈরির বিভিন্ন প্রক্রিয়া এবং ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

এসময় ওয়ালটনের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশাল কর্মকাণ্ডের ওপর নির্মিত ডকুমেন্টারি উপভোগ করেন।

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম শামসুল আলম, এস এম আশরাফুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম, তাহমিনা আফরোজ ও রাইসা সিগমা, নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন মো. সিরাজুল ইসলাম, সোসিং ইঞ্জিনিয়ারিং আশরাফুল আম্বিয়া, পিআর অ্যান্ড মিডিয়ার মো. হুমায়ুন কবীর, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, কর্নেল (অব.) এস এম শাহাদত হোসেন, অতিরিক্ত পরিচালক ফিরোজ আলম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস সভাপতি মোস্তফা জব্বার ও গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
আরএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।