ঢাকা: সংশোধনের জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আইন প্রত্যাহার করে সংসদীয় স্থায়ী কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
আসন্ন মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
এক প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সরাসরি সম্পর্ক নেই।
ইপিজেড সম্পূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে। সেখানে ইপিজেডের জন্য আলাদা আইন আছে এবং ইপিজেডের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, বারগেনিং করার জন্য প্রস্তাবিত ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে। প্রস্তাবিত আইনে বিস্তারিত দেওয়া আছে।
এরপরও ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন সেক্টরের পক্ষ থেকে কিছু দাবি আসায় আমাদের সরকার বিষয়টি নলেজে নিয়েছে। বিলটি প্রধানমন্ত্রীর সচিবালয়ে আবারও যাবে এবং সেখানে হয়তো বা কিছু পুনর্বিবেচনার সুযোগ আছে। ’
সংবাদ সম্মেলনে শ্রমসচিব মিকাইল শিপার এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমআইএইচ/ওএইচ/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।