মঙ্গলবার (২ মে) ঢাকা সফররত এসআরটিইপিসি-এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমন্বয়ে একটি প্রতিনিধিদল টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭-এ আমন্ত্রণ জানাতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসেসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর ঊর্ধ্বতন সদস্যের সঙ্গে বৈঠক করেন।
গুজরাটের গান্ধীনগরে আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় টেক্সটাইল ইন্ডিয়া-২০১৭ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টেক্সটাইল ইন্ডিয়ায় অংশগ্রহণকারীদের জন্য প্রায় আড়াই হাজার আন্তর্জাতিক ক্রেতা, আন্তর্জাতিক ও ভারতীয় পণ্য প্রদর্শনকারী এবং ১৫ হাজার ভারতীয় ক্রেতার সঙ্গে বি টু বি বৈঠকেরও সুযোগ সৃষ্টি করবে।
দ্বিতীয় দিনে ৩৩টিরও বেশি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রখ্যাত আন্তর্জাতিক বক্তা ও শিল্পনেতারা বস্ত্র এবং হস্তশিল্পের বিভিন্ন খাতের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
তিনদিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে বস্ত্রখাত সংক্রান্ত ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা বৈশ্বিক সম্মেলনও অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এএ