ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোমবার থেকে কম দামে টিসিবির ৫ পণ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ৯, ২০১৭
সোমবার থেকে কম দামে টিসিবির ৫ পণ্য পণ্য বিক্রি, (ফাইল ছবি)

ঢাকা: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামী সোমবার (১৫ মে) থেকে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টসহ দেশের বিভিন্নস্থানে খোলা বাজারে, ভ্রাম্যমাণ ট্রাকে তারা পণ্য বিক্রি শুরু করছে।

দেশব্যাপী ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাকে (ঢাকায় ৩০, চট্টগ্রাম ১০, অন্যান্য বিভাগীয় শহরে ৫ এবং জেলা সদরে ২টি করে) টিসিবি পণ্য বিক্রি করবে।

সপ্তাহে শুধু শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে কম দামে পাঁচটি পণ্য কেনা যাবে।

চিনি (দেশি) সর্বোচ্চ ৪ কেজি কেনার সুযোগ, দাম কেজিপ্রতি ৫৫ টাকা
মশুর ডাল ৩ কেজি, কেজিপ্রতি ৮০
সয়াবিন তেল ৫ লিটার, লিটারপ্রতি ৮৫
ছোলা ৫ কেজি, কেজিপ্রতি ৭০ এবং
খেজুর ১ কেজি, দাম ১২০ টাকা।

ঢাকায় মূলত মোড়গুলোতে বিক্রি কার্যক্রম চলবে। যার মধ্যে সচিবালয়, প্রেসক্লাব, পলাশী মোড়, সাইন্সল্যাব, নিউমার্কেট, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা, খামারবাড়ী/ফার্মগেট, কচুক্ষেত, আগারগাঁও-তালতলা, নির্বাচন কমিশন ভবন, আনসার ক্যাম্প, মিরপুর-১, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক; মতিঝিল, মহাখালী মোড়, দৈনিক বাংলা মোড় এবং দিলকুশা ইত্যাদি।

এছাড়া টিসিবির ২ হাজার ৮১১ জন ডিলার ও নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রয় চলবে।

যেকোনো যোগাযোগে ফোন নম্বর ০২-৮৮৯১৬৪৮।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।