ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গুণগতমান ও ভোক্তা চাহিদায় বসুন্ধরা টিস্যু দেশসেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
গুণগতমান ও ভোক্তা চাহিদায় বসুন্ধরা টিস্যু দেশসেরা মাইজদীতে অনুষ্ঠিত বসুন্ধরা টিস্যুর ‘ট্রেড স্কীম ২০১৬’

নোয়াখালী: গুণগতমান ও ভোক্তা চাহিদায় বসুন্ধরা টিস্যু দেশসেরা। এ পণ্যটি এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে রফতানি হচ্ছে। আগামীতে বসুন্ধরা টিস্যু দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠানে রূপ নেবে বলে মতামত ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (১০ জুন) সন্ধ্যায় নোয়াখালীর জেলা শহর মাইজদী উপজেলা পরিষদ সংলগ্ন নাইস গেস্ট হাউসে ‘ট্রেড স্কীম ২০১৬’ এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বসুন্ধরার পরিবেশক নোয়াখালী মাইজদীর সুলভ বিতানের সত্ত্বাধিকারী বাবু তাপস সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ডিভিশনাল ব্যবস্থাপক (বিক্রয়) রাজু আহম্মেদ।

বসুন্ধরা পেপার মিলের নোয়াখালী এরিয়া ম্যানেজার মো. সেলিম রেজা, নোয়াখালীর সায়ন ট্রেডার্সের সত্ত্বাধিকারী সঞ্জয় বণিক প্রমুখ।

এসময় বসুন্ধরা টিস্যু পণ্যের বিপণন বিষয়ে ব্যবসায়ীরা নানা ধরনের সমস্যা ও সম্ভাবনার কথা জানান। এরপর রাজু আহম্মেদ ব্যবসায়ীদেরকে আলোচনার ভিত্তিতে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

ইফতার পরবর্তী দ্বিতীয় পর্বে নোয়াখালী ও লক্ষীপুর জেলার দুই শতাধিক বিক্রয় প্রতিনিধির উপস্থিতিতে আকর্ষণীয় ৠাফেল ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ৩৩ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।

বাংলাদেশ সময়: ‌০৩১৮ ঘণ্টা, ১১ জুন, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।