ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৩-২৫ জুন কাস্টমস ও শুল্ক স্টেশন খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
২৩-২৫ জুন কাস্টমস ও শুল্ক স্টেশন খোলা

ঢাকা: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ জুন দেশের সকল কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি) মো. লুৎফর রহমান স্বাক্ষরিত বার্তায় এ কথা জানানো হয়ছে।

বার্তায় বলা হয়েছে, ঈদ-উল ফিতর উপলক্ষে ২৩ থেকে ২৫ জুন দেশের আমদানি ও রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে।

এ সময় কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে ন্যূনতম সংখ্যক কর্মকর্তা-কর্মচারী রাখা, আমদানি-রফতানি সুষ্ঠুভাবে পরিচালনা ও নির্দেশনা বাস্তবায়নে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, ২৩-২৫ জুন সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন এলাকায় ব্যাংক ও অত্যাবশ্যক স্টেক হোল্ডিং প্রতিষ্ঠান খোলা রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।