ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আখাউড়ার আবদুল্লাহপুর থেকে স্থলবন্দর পর্যন্ত সড়কে পানি উঠায় শনিবার (১২ আগস্ট) দুপুরের পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সকালে স্থলবন্দর দিয়ে দুইটি মিনি ট্রাকে করে মাছ রফতানি করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে আখাউড়ার আবদুল্লাহপুর থেকে স্থলবন্দর পর্যন্ত দেড়-দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। এজন্য দুপুরের পর থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, পানি বাড়ায় উপজেলার সীমান্তবর্তী এলাকার ৩০টি গ্রাম পানির নিয়ে তলিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।