কোমর সমান পানিতে স্থলবন্দর ও এর আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় শনিবার (১২ আগস্ট) এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
রোববার (১৩ আগস্ট) সকাল থেকে ফের পুরোদমে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক ও স্থল শুল্ক স্টেশন এবং ইমিগ্রেশন কার্যালয় থেকে পানি সরে যাওয়ায় বন্দরের আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে পণ্যবোঝাই বেশ কয়েকটি ট্রাক আগরতলায় প্রবেশ করেছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
আরএ