ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বেতন-বোনাসের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা: বেতন-বোনাসের দাবিতে রাজধানীর মিরপুর সাড়ে ১১ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পল্লবী শপিং সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত কায়নাত লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে কাজ বন্ধ রেখে কারখানাটির প্রায় ৪শ’ শ্রমিক আন্দোলন শুরু করেন।

শ্রমিকরা জানান, আগস্ট মাস শেষ হতে চললেও এখনও জুলাই মাসের বেতন দেওয়া হয়নি।

অন্যদিকে আসন্ন ঈদে বোনাসের বিষয়েও কোনো আশ্বাস দিচ্ছে না মালিক পক্ষ। সময় মতো বেতন-বোনাস না দেওয়া হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।  

নাম প্রকাশে অনিচ্ছুক কায়নাত গার্মেন্টসের একাধিক শ্রমিক বাংলানিউজকে বলেন, মালিকপক্ষ জুলাই মাসের বেতন দেবে দেবে করেও দিচ্ছে না। সরকার ২৪ আগস্টের মধ্যে সব কারখানায় বেতন দেওয়ার নির্দেশনা দিয়েছে। কিন্তু আমরা এখনও বেতন পাইনি। কখন দেওয়া হবে তাও বলছে না কেউ।  

আর বোনাসের কথা জানতে চাইলে মালিকপক্ষের লোকজন দুর্ব্যবহার করে বলেও অভিযোগ করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ইউএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।