ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিরাপদ পাওয়ার সাপ্লাই মানেই হান্টকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
নিরাপদ পাওয়ার সাপ্লাই মানেই হান্টকি নিরাপদ পাওয়ার সাপ্লাই মানেই হান্টকি

চীনের ফায়ার সেফটি বিভাগের একটি জরিপে দেখা গেছে অন্তত ৩০ শতাংশ বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। যা কিনা দুর্ঘটনার কারণগুলোর মধ্যে সব থেকে ঝুঁকির।

হান্টকি হচ্ছে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার সাপ্লাইয়ের যন্ত্র যার ব্যবহার অধিক নিরাপদ ও ঝুঁকিহীন।

কিছু সাধারণ প্রশ্ন করা হয়েছিল জরিপে।

যা আমাদের দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার্য কাজে লাগে। যেমন-
প্রশ্ন-এক. এটি কি ঝুঁকির নয়, যখন কোনো মাল্টিপ্লাগে কোনো কিছু প্লাগ ইন বা আউট করা হয়?
উত্তর: যখন পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয় তখন বিদ্যুৎ দ্রুত গতিতে আসতে থাকে। এ সময় সকেট এবং প্লাগের মধ্যে যোগাযোগে কোনো সমস্যার সৃষ্টি হলেও তা শর্ট সার্কিটে রূপ নিতে পারে। এ জন্য চাই মরিচা প্রতিরোধী পাওয়ার সাপ্লাই। পাশাপাশি পাওয়ার সাপ্লাইয়ে থাকতে হবে সিলভার কানেক্ট সুইচ। যা মরিচা পড়তে দেয় না এবং অধিক টেকসই।

নিরাপদ পাওয়ার সাপ্লাই মানেই হান্টকি

প্রশ্ন-দুই. আমি কি একটি পাওয়া সাপ্লাইয়ে উচ্চ ক্ষমতার একাধিক প্লাগ সংযোগ করতে পারি?
উত্তর: একটি পাওয়ার সাপ্লাইয়ে একাধিক উচ্চ ক্ষমতার সংযোগ দেওয়া ঠিক হবে না। এটি বিপজ্জনক। তাই স্বাচ্ছন্দ্যে ব্যবহারের জন্য নিরাপদ উপায়েই ব্যবহার সর্বোত্তম।

প্রশ্ন-তিন. পাওয়ার স্ট্রিপ দিয়ে কোনো ইউএসবি মোবাইল চার্জ করলে কি ফোনের ক্ষতি হওয়ার কোনো শঙ্কা আছে কি?

উত্তর: প্রতিটি ফোনেই নির্দিষ্ট বিদ্যুৎ ব্যবস্থাপনার বিষয়টি রয়েছে। যা কিনা বিদ্যুৎ ওঠা-নামায় সমস্যা নিয়ন্ত্রণ করে। ফোনই ঠিক করে নেয় তার কতটুকু বিদ্যুৎ লাগবে, সে অনুপাতে কাঙ্ক্ষিত চার্জ গ্রহণ করে। তাই এক্ষেত্রে উচ্চ প্রযুক্তির এই পাওয়ার স্ট্রিপেও নিবিঘ্নে চার্জ দেওয়া সম্ভব।

ভালো পাওয়ার স্ট্রিপে থাকবে উচ্চমানের আগুন প্রতিরোধী ক্ষমতা, আস্তরণ থাকবে পুরো। উচ্চমানের প্যানেল হবে দৃঢ় স্থায়িত্বের।

প্রশ্ন-চার. একটা পাওয়ার সাপ্লাই থেকে আরেকটিতে সংযোগ দিলে কি কোনো সমস্যা হয়?
উত্তর: এটি নির্ভর করে মূল পাওয়ার সাপ্লাইয়ের তুলনায় সংযোগ স্থাপনকারী সাপ্লাইয়ে কতটুকু বিদ্যুৎ লাগছে তার ওপর।

প্রশ্ন-পাঁচ. আমি কীভাবে বুঝবো পাওয়ার সাপ্লাইটি আর ব্যবহার করা যাবে কিনা?
উত্তর: অতিমাত্রায় গরম হয়ে যাবে। তারে সমস্যা দেখা দেবে। সংযোগ ঢিলা হয়ে পড়বে ইত্যাদি।

নিরাপদ পাওয়ার সাপ্লাই মানেই হান্টকি

সাদা চোখে দেখে মনে হতে পারে সব পাওয়ার স্ট্রিপই এক। স্রেফ কোনো আউটলেটের এক্সটেনশন। তাই যে কোনো একটা বেছে নিলেই চলে। কিন্তু এই পাওয়ার স্ট্রিপ বাছাই ভুলেই নষ্ট হয়ে যেতে পারে আপনার সাধের ইলেকট্রিক ডিভাইসটিই। তাই আধুনিক বৈশিষ্ট্যের সব উপাদান নিশ্চিত করেই বাজারে ছাড়া হয়েছে হান্টকি এন্টারপ্রাইজ গ্রুপের পণ্য।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।