ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় শুরু হচ্ছে থাই ফুড ফেস্টিভ্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
ঢাকায় শুরু হচ্ছে থাই ফুড ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভাল উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে থাই রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথি ও কর্মকর্তারা ; ছবি- ডিএইচ বাদল

ঢাকা: ভোজন রসিকদের তৃপ্তি মেটাতে  ও থাইল্যান্ডের সুস্বাদু খাবারের পরিচিতি ঘটাতে ঢাকা শুরু হচ্ছে থাই ফুড ফেস্টিভ্যাল। 

হোটেল ওয়েস্টিনে সপ্তাহ ব্যাপী চলবে এই ফুড ফেস্টিভ্যাল। থাইল্যান্ডের বিখ্যাত সব খাবার নিয়ে এই আয়োজনে থাকছে ডিনার ও বুফে খাবার সুযোগ।

ডিনার প্যাকেজ প্রতি জন ৫ হাজার টাকা। তবে মোবাইল অপারেটর জিপি স্টার গ্রাহক এবং  রবি গ্রাহকরা একটা কিনলে একটা ফ্রি'র স্পেশাল অফার সুযোগ পাবেন।

এছাড়া স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ণ  ব্যাংকের গ্রাহকরা পাবেন স্পেশাল অফারের সুযোগ। ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে থাই রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরা; ছবি- ডিএইচ বাদল বুধবার ( ২০ সেপ্টেম্বর ) বিকেলে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত হ এ পানপিমন সুবন্নাপংসে,  হোটেল  ওয়েস্টিনের রেসিডেন্ট ম্যানেজার সাখাওয়াত হোসেন,হোটেল  ওয়েস্টিনের পরিচালক ( সেলস এন্ড  মার্কেটিং) আল আমিন,  ফুড এন্ড বেভারেজ সার্ভিস  ম্যানেজার খোরশেদ আলম প্রমুখ।

থাই ফুড ফেস্টিভ্যালে পরিবেশিত থাই খাবার ; ছবি- ডিএইচ বাদল থাইল্যান্ডের বিখ্যাত  ১৬০ রকমের খাবার নিয়ে এবারের আয়োজন। বৃহস্পতিবার (২১  সেপ্টেম্বর ) থেকে শুরু হয়ে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফুড ফেস্টিভ্যাল।

হোটেল ওয়েস্টিন  ও  থাই এয়ারওয়েজ যৌথভাবে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে। মিডিয়া পার্টনার হিসেবে  রয়েছে ডেইলি সান, একাত্তর টিভি  ও স্পাইসি রেডিও।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।