বাংলাদেশি ক্রেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিভিন্ন মূল্যছাড় দেওয়া হবে বলেও কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশি ক্রেতারা ‘অগ্নি পেন এবং প্ল্যাস্টিক প্রাইভেট লিমিটেড’ এর সঙ্গে সরাসরি যোগাযোগ করে কলম আমদানি করতে পারবেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রদর্শনী 'ইন্ডি বাংলাদেশে অগ্নি পেন এবং প্ল্যাস্টিক প্রাইভেট লিমিটেডের স্টলে গিয়ে এ তথ্য জানা যায়।
ভারতের বাণিজ্য উন্নয়ন সংস্থা ইইপিসি (ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল), ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ইন্ডি বাংলাদেশ-২০১৭ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।

তারা আরো জানান, বাংলাদেশের ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার তারা নয়টি নতুন ডিজাইনের কলম নিয়ে এসেছেন প্রদর্শনীতে। বাংলাদেশি ক্রেতারা 'ইন্ডি বাংলাদেশে প্রদর্শনী চলাকালীন আইসিসিবি’তে গিয়ে অগ্নি পেনের অর্ডার করতে পারবেন। এছাড়া প্রদর্শনী শেষে সরাসরি কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করেও কলম আমদানি করতে পারবেন।
এক্ষেত্রে agnipen@cal2.vsnl.net.in ও deb.siddh@yahoo.com এই দুইটি ইমেইল আইডিতে বাংলাদেশি ক্রেতারা অগ্নি পেন আমদানির অর্ডার করতে পারবেন।
এ বিষয়ে অগ্নি পেন এবং প্ল্যাস্টিক প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার (বিক্রয় এবং বিপণন) সিদ্ধার্থ দেব বাংলানিউজকে বলেন, অগ্নি বল পেন ভারতে জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম। আমরা চাই এই আকর্ষণীয় অগ্নি পেনগুলো বাংলাদেশিদের হাতে তুলে দিতে। এক্ষেত্রে বাংলাদেশি ক্রেতারা এগিয়ে আসুক আমরা চাই। কেননা ক্রেতাদের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই আমাদের কলমগুলো তৈরি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে আমরা ইতিমধ্যে কলম তৈরির বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করছি। আমাদের যন্ত্রাংশগুলোর যথেষ্ট চাহিদাও রয়েছে বাংলাদেশে।
সর্বনিন্ম ২৩ ডলার থেকে সর্বোচ্চ ২৮ ডলারে প্রতি ১ হাজার পিস অগ্নি পেন রপ্তানি করা হয়ে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
এমএসি/জেডএম