ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার আয়কর আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার আয়কর আদায় আয়কর মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী

নারায়ণগঞ্জ: কর অঞ্চল নারায়ণগঞ্জ এর উদ্যোগে ৪ দিনব্যাপী আয়কর মেলা সফল ভাবে সমাপ্ত হয়েছে। প্রায় ৩ কোটি টাকার লক্ষ্যমাত্রায় ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৭৩ টাকা আয়কর আদায় করা হয়েছে। সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৬শ’ জন, রিটার্ন জমা দিয়েছেন ৪ হাজার ৬৪২ জন আর ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১৮৪ জন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিল করেন ১১৭ জন।

শনিবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য দেন। গত বুধবার থেকে শুরু হয়েছিলো এই মেলা।

কর কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, ‘২০১৬ সালের চারদিনব্যাপী আয়কর মেলায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় ১৩ হাজার করদাতা সেবাগ্রহণ করেন। তাদের মধ্যে ২ হাজার ৩৭২ জন রিটার্ন জমা দেন আর রাজস্ব আদায় হয় ২ কোটি ১১ লাখ টাকা। কিন্তু এবার তার থেকে বেশি কর আদায় হয়েছে। প্রায় ৩ কোটি টাকার লক্ষ্যমাত্রায় ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৭৩ টাকা কর আদায় করা হয়েছে। সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৬শ’ জন, রিটার্ন জমা দিয়েছেন ৪ হাজার ৬৪২ জন আর ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১৮৪ জন। অনলাইনে রিটার্ন দাখিল করেন ১১৭ জন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।