সোমবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর ডিসির মোড় এলাকায় বঙ্গবন্ধু মুর্যাল চত্বর থেকে বিক্ষোভ-মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ চিনিকল কর্মচারী ফেডারেশন, কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্মচারী ফেডারেশনসহ প্রায় ৬০টি শ্রমিক সংগঠন বিগত কয়েক বছর ধরে জাতীয় মজুরি স্কেল বাস্তবায়নের দাবী জানিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু সরকারিভাবে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
এ সময় আগামী ৩০ নভেম্বরের মধ্যে অষ্টম জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও ১ জুলাই থেকে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে আন্দোলনরত শ্রমিকরা জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী, বিএসএফআইসির চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে স্বারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
জিপি