জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।
করদাতারা রাজধানীর কর অঞ্চলগুলোতে আয়কর রিটার্ন জমা দিয়ে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ট্যাক্স কার্ড সংগ্রহ করতে পারবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত হয় ওই আয়কর মেলা। এর একদিন পর ৮ নভেম্বর সেরা ১৪১ করদাতাদের ট্যাক্সকার্ড ও ৮৪ কর বাহাদুর পরিবারকে কর সম্মাননা দেওয়া হয়। মেলায় সব মিলিয়ে এবার ২ হাজার ২১৭ কোটি টাকার কর আদায় হয়েছে। যেখানে রিটার্ন জমা দিয়েছেন সাড়ে ৩ লাখ করদাতা। আর সেবা নিয়েছেন ১১ লাখ ৭০ হাজার মানুষ।
অপরদিকে গতবারের মেলায় ২ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। সেবা নিয়েছিলেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, নভেম্বর ১২,২০১৭
এসজে/আরআই