ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, নভেম্বর ২৮, ২০১৭
প্রাইম ব্যাংকের আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত’র কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বচ্ছ আর্থিক প্রতিবেদন তৈরির জন্য দুই ক্যাটাগরিতে ইনস্টিটিউড অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি) ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৬ লাভ করেছে প্রাইম ব্যাংক।

বেসরকারি ব্যাংকিং খাতে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং’ ব্যাংকটি তৃতীয় স্থান এবং ‘করপোরেট গভর্নেন্স’ ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৫ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত’র কাছ থেকে পুরস্কার নেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।