ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদ্যুৎ ও পানি সরবরাহ খাতে বড় অংকের ঋণ দিলো জার্মানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, জানুয়ারি ১৪, ২০১৮
বিদ্যুৎ ও পানি সরবরাহ খাতে বড় অংকের ঋণ দিলো জার্মানি

ঢাকা: দেশের নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ খাতের আরও উন্নয়ন, পানি সরবরাহ ও ক্লাইমেট চেঞ্জ ঠেকাতে ৩৩৭ দশমিক ২০ মিলিয়ন ইউরো ঋণ দিয়েছে জার্মানি (প্রায় ৩ হাজার ৩৮৬ কোটি ১৬ লাখ ২৪ হাজার টাকা)।
 

মোট ঋণের মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগারে ৯০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।  
 
রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও জার্মানির মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।

সরকারের পক্ষে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম এবং জার্মান সরকারের পক্ষে রাষ্ট্রদূত টমাস প্রিনজ।
 
বিদ্যুৎখাত, নবায়নযোগ্য জ্বালানি, ক্লাইমেট চেঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে এ ঋণ ব্যবহার করা হবে। জাতীয় পরিকল্পনা, শিক্ষা, মানবাধিকার, পরিবেশবান্ধব শিল্প খাতেও এ ঋণ ব্যবহার করা হবে। এসব খাতকে গুরুত্ব দিয়ে আটটি প্রকল্পের আওতায় ঋণ ব্যবহার করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।