ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেক্সট-জি’র নতুন পণ্য ‘কিডজ ডায়াপার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
নেক্সট-জি’র নতুন পণ্য ‘কিডজ ডায়াপার’ কিডজ ডায়াপারের বাজারজাত শুরু করলো নেক্সট-জি। ছবি- সংগৃহীত

ঢাকা: জার্মান প্রযুক্তিতে তৈরি ‘কিডজ ডায়াপার’ বাজারে নিয়ে এসেছে এর আমদানিকারক প্রতিষ্ঠান নেক্সট-জি।

রোববার (২১ জানুয়ারি) থেকে দেশের প্রায় ৫ হাজার ৫০০টি দোকানে ‘কিডজ ডায়াপার’ পাওয়া যাবে। ২৫ পিসের একটি প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ধরা হয়েছে ৭০০ টাকা।

এর আগে, শনিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমণ্ডির-১৪ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন এ পন্যটি।  

নেক্সট-জি’র কর্ণধার শামীমা নাসরিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকির আমিন চৌধুরী।

কিডজ ডায়াপার তৈরিতে জাপানের সুমিটোমো অ্যাবসরবেন্ট পেপার ব্যবহার করা হয়েছে।  
এতে ক্লোরিন অথবা ক্ষতিকর কোনো কেমিকেল নেই।  

এছাড়াও জার্মান প্রযুক্তিতে তৈরি এ ডায়াপারের ব্যাকশিট ক্লথলাইক হওয়াতে বাচ্চাদের জন্য আরামদায়ক হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এনটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।