ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় ‘বাংলাদেশ চা প্রদর্শনী’ ১৮-২০ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ঢাকায় ‘বাংলাদেশ চা প্রদর্শনী’ ১৮-২০ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ চা প্রদর্শনী’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর উদ্বোধন করবেন। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হল-২ তে এ প্রদর্শনী চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।  

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বাংলাদেশ চা বোর্ড এ প্রদর্শনীর আয়োজন করছে।
 
লিখিত বক্তব্যে বলা হয়, এবছরও একটি ক্লোনজাত (বিটি-২১) অবমুক্ত করা হবে।

এছাড়া চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে চা বোর্ড।
 
প্রদর্শনীর দ্বিতীয় ও তৃতীয় দিন দু’টি সেমিনার ছাড়াও রয়েছে মিনি অকশন ও চা আড্ডা। প্রদর্শনী উপলক্ষে তিনটি টিভি টকশোর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর প্রতিদিনই থাকবে সাংষ্কৃতিক অনুষ্ঠান।
 
এবারের আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বাংলাদেশীয় চা সংসদ, এমএম ইস্পাহানী, কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (ফিনলে), আবুল কায়ের কনজুমার প্রডাক্টস, ডানকান ব্রাদার্স, হালদা ভ্যালি পি কোম্পানি, সিটি গ্রুপ এবং ওরিয়ন গ্রুপ।  
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।