ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলার শেষ দিনে ছাড়ের ছড়াছড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
বাণিজ্যমেলার শেষ দিনে ছাড়ের ছড়াছড়ি বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়/ ছবি: জিএম মুজিবুর/ বাংলানিউজ

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) শেষ দিনে চলছে ছাড়ের ছড়াছড়ি। মেলায় ব্লেজার, প্রসাধনী, ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রীসহ ঘর সাজানোর নানা উপকরণে ছাড় দিচ্ছেন দোকান মালিকরা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, স্টলগুলো বিভিন্ন নামের বাহারে দিচ্ছেন বিশাল ছাড়। কোনো কোনো স্টল দিচ্ছেন ‘আখেরি অফার’ আবার কোনো স্টলে ‘বিশেষ আকর্ষণ’ ফেস্টুন টানিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছে।

কোনো স্টলে বিশেষ কর্ণার রেখে নাম দিয়েছে ‘ছাড়ের কর্ণার’।

রোববার (৪ ফেব্রুয়ারি) মেলার শেষ দিন হওয়ায় ঢাকার বাইরের ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। ছাড়ের ধুম পড়ায় বেচা-কেনাতেও হিড়িক পড়েছে।  

সবচেয়ে বেশি ভিড় ব্লেজারের স্টল গুলোতে। ১ হাজার ৫শ টাকার ব্লেজার শেষদিনে জোড়া বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়। আবার তার চেয়ে একটু নিম্নমানের ব্লেজারও সিঙ্গেল বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। দেখতে সুন্দর, হরেক রকম রঙ আর নকশার ব্লেজার হাতের নাগালে পেয়ে অনেকেই একাধিক বগলদাবা করছেন।

ভৈরব বাজারের ইয়াকুব হোসেন প্রতিবারই শেষের দিকে বাণিজ্য মেলায় আসেন। এবার শেষ দিনেই এসে চষে বেড়াচ্ছেন মেলা প্রাঙ্গণ। জোড়া ব্লেজার দুই হাজার টাকায় পেয়ে ব্যাপক আনন্দ তার। তিনি বলেন, গতবার দুইটা নিয়েছিলাম ২ হাজার ৫০০ টাকায়।

এতো কম দামের ব্লেজার মানে ভালো হবে তো! এমন প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বললেন, এক বছর পর তো আবার কিনবো বেঁচে থাকলে। কোনো সমস্যা নাই। পড়তে অসুবিধা না হলেই হলো।

তার মতো অনেকেই হয়তো এমনটাই ভাবছেন। তাই তো মান নিয়ে কারো কোনো উদ্বেগ নেই।

ক্রোকারিজের দোকানে কথা হয় দোহারের আফসানা শেখের সঙ্গে। তিনি স্বামী রুমন শেখের সঙ্গে মেলায় ঘর সাজানোর উপকরণ কিনতে এসেছেন। কিন্তু পছন্দ হয়ে যাওয়ায় কিছু অলঙ্কার আর ক্রোকারিজ সামগ্রীও কিনেছেন।

তবে মেলার শেষ দিনে ছাড়ের বাহার নিয়ে রয়েছেন নানা কথন। অনেকেই বলেন গত বছরের অচল পণ্যগুলো বাণিজ্য মেলায় চালিয়ে দেন ব্যবসায়ীরা। আবার শেষের দিকে বাজে পণ্য গুলোর মধ্যে যেগুলো বাজেতর সেগুলোর ওপরেই চলে মেগা অফার। বেশকিছু স্টলের নাম প্রকাশে অনিচ্ছুক সেলস ম্যানরা এমন তথ্যও দিয়েছেন। তবে সবাই এক রকম নয়। অনেকের পণ্যই মানের দিক থেকে ভালো। আবার বাজে পণ্য গুলোর মধ্যেও একটু দেখে বুঝে কিনলে লোকসান হবে না বলে মতামত তাদের।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
ইইউডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।