ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর-ফরিদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর-ফরিদ

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ইকনমিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে কাজী জাহাঙ্গীর আলম ও ফরিদ আজিজ। 

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনে এ নেতৃত্ব নির্ধারণ হয়।

নির্বাচনে ৩৯৮ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোট দেন।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নতুন নির্বাহী কমিটির সভাপতি পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান কাজী জাহাঙ্গীর আলম এবং মহাসচিব পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করেন সাবেক কমিটির নেতারা।  

ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান তরফদার, মো. জাকির হোসেন, শ্রীনিবাস দেবনাথ, সৈয়দ মামুনুল আলম, একে এম আবদুল্লাহ খান।

এছাড়া মো. মাহমুদুর রহমান কোষাধ্যক্ষ, তানভীর বাশার, মো. হাবিবুল ইসলাম, মো. আল-আমিন সরকার, নূর আহমদ ও মো. ফজলুর রহমান যুগ্ম-মহাসচিব, গাজী শরিফুল হাসান সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক, নিশাত জাহান মহিলা বিষয়ক সম্পাদক, কামরুল ইসলাম প্রচার সম্পাদক, জয়নাল মোল্লা সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া দপ্তর সম্পাদক, নওশের আহমদ সিকদার গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ১৬ জন নির্বাহী সদস্য হলেন ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর, অনিমেষ সোম, সাঈদা তামান্না, মো. সাইফুর রহমান, আলিফ রুদাবা, ড. জীবন রঞ্জন মজুমদার, নিশাত শারমিন, নাহিদ মঞ্জুরা আফরোজ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. মুমিতুর রহমান, মো. আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, মো. তাওসীফ রহমান, শেখ মঈনুল ইসলাম মঈন, মো. আবু ইউসুফ মিয়া এবং আবু বকর সরকার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।