ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স’র যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
‘লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স’র যাত্রা শুরু

ঢাকা: বাণিজ্যিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু হলো নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ‘লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স’র।
 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জওহর রিজভী যাত্রা শুরুর ঘোষণা দেন।
 
এসময় তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্পোরেট সুশাসন নিশ্চিত করে আমরা সর্বোত্তম গ্রাহক সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করছি।

যেকোনো ব্যবসা করতে গেলে চ্যালেঞ্জ থাকে। আমাদের সামনেও অনেক চ্যালেঞ্জ থাকবে।
 
একশ’ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা আর্থিক প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক দেশীয় সামিট গ্রুপ, র‌্যাগস গ্রুপ, অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, রাবার ফ্যাশন ইন্ড‍াস্ট্রি ও মাসকো গ্রুপ। বাকি ৫১ শতাংশ শেয়ারের মালিক শ্রীলংকার পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স।   
 
অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা ও শ্রীলংকা থেকে গৃহীত গ্রাহক সেবা দেওয়ার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করাই তাদের মূল লক্ষ্য।  
 
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছাড়াও পরিচালকরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।