ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫৫৬ মেট্রিক টন স্টিল বোঝাই ভারতীয় জাহাজ আশুগঞ্জ বন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
৫৫৬ মেট্রিক টন স্টিল বোঝাই ভারতীয় জাহাজ আশুগঞ্জ বন্দরে এমভি গালফ-৩

ব্রাহ্মণবাড়িয়া: ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় ৫৫৬ মেট্রিক টন স্টিল বোঝাই এমভি গালফ-৩ নামে ভারতীয় একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে। 

বৃহস্পতিবার (০১ মার্চ) বিকেলে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের পাশে কামার মিয়ার ঘাটে এসে ভিড়েছে।  

শুক্রবার (০২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ পরিদর্শক মো. শাহ আলম।

তবে কাগজপত্র জটিলতা এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়নি।  

কাগজপত্রসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার সকাল থেকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন লেডিং এর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান।  

তিনি জানান, কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৩ ফেব্রুয়ারি জাহাজটিতে স্টিলের পাইপ লোড করা হয়। প্রায় ১৬ দিন পর ০১ মার্চ জাহাজটি আশুগঞ্জের কামাল মিয়ার ঘাটে এসে ভেড়ে। কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশি ট্রাকে করে পাইপগুলো আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।