ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিআরের নীতি ব্যবসাবান্ধব হলে রাজস্ব বাড়বে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এনবিআরের নীতি ব্যবসাবান্ধব হলে রাজস্ব বাড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জ: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ব্যবসায়ীদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে। আর এনবিআর’র নীতি হতে হবে ব্যবসাবান্ধব। তাতে আমাদের রাজস্ব বাড়বে। আমরা এমন কোনো কাজ করব না, যার মাধ্যমে রাজস্ব কমে যেতে পারে।

শনিবার (০৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নের জন্য আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রচেষ্ঠাই সবচেয়ে বেশি প্রয়োজন।

কারণ বাজেটের আকার বাড়ছে। যেসব ক্ষেত্রে শুল্ক ও ট্যাক্স ফাঁকির প্রবণতা দেখা যায় সেগুলো আদায়ের প্রচেষ্ঠা রয়েছে।

তিনি আরো বলেন, আসন্ন বাজেটে এমন ধরনের ব্যবসাবান্ধব পরিকল্পনা দেওয়ার চেষ্টা করব, যা ব্যবসায়ীদের আরো সুযোগ সৃষ্টি হবে।

এর আগে এনবিআরের চেয়ারম্যান সস্ত্রীক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এসময় রাজস্ব বোর্ডের সদস্য এসএম আশফাক হুসেন, সদস্য জিয়া উদ্দিন মাহমুদ, শাহনাজ পারভিন, কর অঞ্চল-৩ এর কমিশনার নাহার ফেরদৌসীসহ বিভিন্ন কর অঞ্চলের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।