ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পল্লী সঞ্চয় ব্যাংকের ২৩৮ জনের চাকরি স্থায়ী করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
পল্লী সঞ্চয় ব্যাংকের ২৩৮ জনের চাকরি স্থায়ী করার নির্দেশ

ঢাকা: সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠ সহকারী পদে কর্মরত ২৩৮ জনের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ নির্দেশ দেন।

দেশের বিভিন্ন প্রান্তের ২৩৮ জনের করা পৃথক ৫টি রিট আবেদনের ভিত্তিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেন আদালত।

আদালতে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রমজান আলী সিকদার, ব্যারিস্টার আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার জহির উদ্দিন বাবর।

২০০৯ সালে ৫ বছরের জন্য ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৬ সালের ১ জুলাই এ প্রকল্পের জনবল পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তর ও স্থায়ীকরণ করা হয়।

পরে সরকার আবার এ প্রকল্পটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বাড়ায়। এসময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় প্রকল্পে যোগদান করতে বলা হয়। এ প্রকল্পে কর্মরত ২৩৮ জন মাঠ সহকারী রিট আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।