ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু ১ এপ্রিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু ১ এপ্রিল

ঢাকা: জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২৯ মার্চ) এনবিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রাক-বাজেট আলোচনার সময়সূচি জানানো হয়েছে।  

এতে জানানো হয়, সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সঙ্গে আলোচনার মধ্যদিয়ে আগামী ১ এপ্রিল এ প্রাক-বাজেট আলোচনা শুরু হবে।

চলবে ২৬ এপ্রিল পর‌্যন্ত। পর্যায়ক্রমে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করবেন এনবিআর কর্তৃপক্ষ।

আগামী ২৬ এপ্রিল খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) বিভাগীয় প্রধান প্রধান চেম্বারে বিভাগীয় কমিশনার ও সব জেলা প্রশাসকের (ডিসি) আলোচনা মধ্যে দিয়ে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।