ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ১৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
খুলনায় ১৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন বাণিজ্য মেলা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

খুলনা: খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও মেসার্স এলিন ট্রেডার্স’র সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী ১৭তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ মার্চ) রাত ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কঠোর পরিশ্রম করে সফলভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।  

তিনি বলেন, পদ্মাসেতু আজ দৃশ্যমান। পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চল একটি অর্থনৈতিক জোনে পরিণত হবে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে। দেশের রপ্তানি, রিজার্ভ, রেমিটেন্সসহ সব অর্থনৈতিক সূচকই ঊর্ধ্বমুখী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক,  খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির এবং জেলা প্রশাসক মো. আমিন উল আহাসন।

খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেডিয়ের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহমেদুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনা শিপইয়ার্ড লিমিটিডের জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন এম তারেক, এলিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. ইমরুল হাসান প্রমুখ।

মাসব্যাপী এ মেলায় ২০টি প্যাভিলিয়ান ও মিনি প্যাভিলিয়ানসহ ২২০টি স্টল অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা,  মার্চ ৩১, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।