ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারত থেকে রেলপথে প্রথম কনটেইনারে পণ্য আমদানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
ভারত থেকে রেলপথে প্রথম কনটেইনারে পণ্য আমদানি

বেনাপোল: ভারত থেকে প্রথমবারের মতো রেলপথে কনটেইনারের মাধ্যমে  ১৩০০ মেট্রিক টন সয়াবিন কেক আমদানি করা হয়েছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ভারতের গেদে সীমান্ত হয়ে বাংলাদেশের দর্শনা রেলপথে ৩০ টি রেকে ৬০ টি কনটেইনারে এ পণ্য আমদানি হয়।  

এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় কলকাতার মাজেরহাটের কাছে ভারতের কনটেইনেয়ার করপোরেশনের ডিপো থেকে পরীক্ষামূলক দুই দেশের মধ্যে বাণিজ্যিক যাত্রা শুরু হয়।

পণ্যের আমদানিকারক বাংলাদেশের পাবনার আর আর পি অ্যাগ্রো লিমিটেড।  

দর্শনা রেলওয়ে স্টেশনের সুপারেন্টেন্ড লিয়াকত হোসেন বাংলানিউজকে  জানান, বুধবার পণ্য চালানটি খালাস হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।