ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যত দুষ্টই হোক, ফারমার্স ব্যাংকের পতন হতে দেবো না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
যত দুষ্টই হোক, ফারমার্স ব্যাংকের পতন হতে দেবো না

ঢাকা: একটি ব্যাংকের পতন এ সরকারের আমলে হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১০ এপ্রিল) সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
 
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ফারমার্স ব্যাংক সিভিয়ার প্রব্লেম ফর আস।

ফারমার্স ব্যাংককে ওনারা (আইসিবি) রক্ষা করছেন। একটা ব্যাংকের পতন আমাদের টার্মে হবে না, হতে দেবো না, যতো দুষ্টই হোক ব্যাংক, সেটাকে আমরা ঠিক করতে চাই।
 
সম্প্রতি এক প্রতিবেদনে ফারমার্স ব্যাংককে দেশের আর্থিক খাতের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
 
ক্যাপিটাল মার্কেট ফটকাবাজার নয়
বর্তমানে ক্যাপিটাল মার্কেটকে ফটকাবাজার বলা যাবে না মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ক্যাপিটাল মার্কেটটা অনেকদিন ফটকাবাজার হিসেবে কাজ করেছে। ২০১০ সালে শুরু হয়ে ১১ তে তীব্র আকার দেখা যায়। এরপর সংস্থারের কাজ শুরু করি, বিএসসিসি কমিশনটা প্রায় ৬ বছর অপরিবর্তিত আছে, এবার পরিবর্তন করতে হবে, আইনমত করতে হবে।
 
অর্থমন্ত্রী বলেন, বাজার এখন এমন অবস্থায় আছে যেটাকে আর ফটকাবাজার বলা যাবে না, তবে এই বাজারে উত্থান পতন হয়, যেকোনো বাজারে হয়। হঠাৎ বড় উত্থান, পতন খুবই খারাপ। সেটা হওয়ার এখন সুযোগ নেই, বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে সম্ভাবনা নেই।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।