ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটন ফ্রিজ কিনে আমেরিকার টিকিট পেলেন শরিয়তপুরের নিপু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
ওয়ালটন ফ্রিজ কিনে আমেরিকার টিকিট পেলেন শরিয়তপুরের নিপু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমেরিকা! স্বপ্নের দেশ। জীবনে অন্তত একবারের জন্য হলেও এ দেশটিতে যাওয়ার স্বপ্ন দেখেন বেশিরভাগ বাংলাদেশি। ইচ্ছে থাকলেও এতো বড় স্বপ্ন দেখার সাহস করেননি তানজিন সুলতানা নিপু। পরিবার পরিকল্পনা প্রকল্পে মাঠকর্মী হিসেবে চাকরি করেন তিনি। অল্পতেই খুশি। তিনি ওয়ালটনের ফ্রিজ কিনে পেলেন আমেরিকা যাওয়ার বিমান টিকিট। যা তার কাছে স্বপ্নের চেয়েও বড়।

চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে সোমবার (০৯ এপ্রিল) শরিয়তপুরের জাজিরার পদ্মা ইলেকট্রনিক্স থেকে ২৯ হাজার ৯০০ টাকা দিয়ে ওয়ালটনের ১৪ সিএফটির গ্লাস ডোর ফ্রিজ কেনেন নিপু। ফ্রিজ কেনার পর নিয়ম অনুযায়ী মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেন।

কিছুক্ষণের মধ্যে ওয়ালটন থেকে ঢাকা-আমেরিকা-ঢাকার বিমান টিকিট পাওয়ার এসএমএস যায় তার মোবাইলে। এতো বড় পুরস্কার পাওয়ায় খুশির বন্যা বইছে নিপুর পরিবারে।

নিপুর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাবার বাড়ি শরিয়তপুরের জাজিরা থানার কবিরাজ কান্দি গ্রামে। বিয়ে হয়েছে একই জেলার নড়িয়া থানায়। স্বামী আব্দুল মান্নান দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। বর্তমানে দেশেই থাকছেন। দুই ছেলে নিয়ে তাদের চারজনের ছোট সংসার।

ফ্রিজ কেনার আগে পদ্মা ইলেকট্রনিক্সের মালিক আব্দুল হালিম নিপুকে জানান, ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে বিশেষ অফার চলছে। এর আওতায় আমেরিকা ও রাশিয়ার যাওয়ার এয়ার টিকিটসহ সুযোগ আছে টিভি-ফ্রিজ বা এসি পাওয়ার। এসব কিছু না পেলেও নিশ্চিত ক্যাশ ব্যাক রয়েছে। তার কথা শুনে হাসেন তানজিন। বলেন, জীবনে কোনোদিন কিছু পাইনি। আজ আর ভাগ্যে কী জুটবে! হয়তো সর্বনিম্ন টাকার ক্যাশ ব্যাকটাই পাবো।

উত্তরে হালিম বলেন, দেখেন আপনার ভাগ্যে আমেরিকা যাওয়ার টিকিট লেগে যেতে পারে। তানজিন তাকে বলেন, অতো বড় স্বপ্ন দেখি না। মাদারিপুর যাওয়ার টিকিট পেলেই খুশি হই।

কিন্তু কী আশ্চর্য! তানজিন যে স্বপ্ন দেখার সাহস করেননি। যা তার কল্পনারও অতীত ছিল- তাই ঘটেছে। ফ্রিজ নিয়ে বাড়ি যাওয়ার পরপরই তার মোবাইলে নতুন মেসেজ আসার রিংটোন বেজে ওঠে। মোবাইল খুলে দেখেন সেটি ওয়ালটন থেকে এসেছে। যেখানে লেখা তিনি ওয়ালটন ফ্রিজ কিনে ঢাকা-আমেরিকা-ঢাকার এয়ার টিকিট পেয়েছেন। মেসেজ দেখে অবিভূত হয়ে পড়েন তানজিন। স্বামী-সন্তানকে ডেকে দেখান। আনন্দের সঙ্গে তাদের মনে সংশয়। এতো বড় পুরস্কার কী সত্যিই পেয়েছেন! সবাই উত্তেজিত। তখনই ছুটে যান ওয়ালটন শোরুমে। সেখান থেকে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। এ খবরে আনন্দের মাত্রা বহুগুণ বেড়ে যায়। আত্মীয়-স্বজনদের ফোন করে ব্যাপারটা জানান তারা।

জাজিরায় ওয়ালটনের ডিলার পদ্মা ইলেকট্রনিক্সের মালিক হালিম বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে তানজিনের আমেরিকা যাওয়ার বিমান টিকিট পাওয়ার সংবাদে পুরো এলাকায় হৈ চৈ পড়ে গেছে। উৎসুক মানুষ আমাদের শোরুমে ভিড় করছেন। কেউ আবার যাচ্ছেন ক্রেতার বাড়িতে। সবার মধ্যেই বিস্ময়। শোরুমে বিক্রিও বেড়েছে।

ওয়ালটন সূত্রে জানা যায়, বিক্রয়োত্তর সেবাকে অনলাইন কার্যক্রমে নিয়ে আসার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইন চলাকালীন ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ক্রেতারা প্রতিদিন ওয়ালটন ফ্রিজ, টিভি অথবা এসি কিনে তা রেজিস্ট্রেশন করলেই সুযোগ থাকছে ওয়ালটনের ফ্রিজ, টিভি অথবা এসি সম্পূর্ণ ফ্রি পাওয়ার। একই সঙ্গে থাকছে আমেরিকা ও রাশিয়া ভ্রমণেরও সুযোগ। এমনকি ওইসব সুবিধা না পেলেও থাকছে ২ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ব্যাক।

ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় গ্রীষ্মকালের জন্য ওয়ালটন ফ্রিজ ও এসিতে এবং বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ওয়ালটন টিভিতে এসব সুবিধা থাকবে আগামী ৩০ জুন, ২০১৮ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।