ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুদকের জিজ্ঞাসাবাদে ‘রকেট’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
দুদকের জিজ্ঞাসাবাদে ‘রকেট’  রকেটের লোগো

ঢাকা: অবৈধ উপায়ে বিদেশে টাকা প্রেরণের (মানিলন্ডারিং) অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান রকেট। রকেট’র মূল প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম কবির প্রতিষ্ঠানের পক্ষে হাজিরায় অংশ নেন।

এর আগে নীতিমালা লংঘন করে ঘুষ লেনদেন, টাকা পাচার, ইয়াবাসহ মাদক ব্যবসার অর্থ লেনদেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ লেনদেনের অভিযোগে রকেট’র বিরুদ্ধে ৫ এপ্রিল তদন্ত শুরু করে দুদক।
 
দুদকসূত্র জানায়, সকালে দুদক কার্যালয়ে এসে হাজিরা দেন রকেট’র মূল প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংকের এসএভিপি অ্যান্ড হেড অব এফআইডি সাইফুল আলম কবির।

এসময় দুদকের চাহিদা মতো দলিল-দস্তাবেজ ও নথিপত্র কর্মকর্তাদের হাতে তুলে দেন।
 
৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুদকের অনুসন্ধান কর্মকর্তা মাহমুদ হাসান প্রতিষ্ঠানটির নামে জারি করা চিঠির মাধ্যমে এসব তথ্য চেয়ে পাঠান।
 
এর আগে ২০১৭ সালের ৪ অক্টোবর দুদক জানায়, রকেটের অসাধু এজেন্টদের কারণে অবৈধ ও সন্দেহজনক লেনদেন ক্রমাগত বেড়েই চলেছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরএম/এএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।