মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের সদর রোডস্থ হোটেল এরিনার বলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সঠিক নির্মাণ সামগ্রী নির্বাচন ও এর গুণগত মান এবং টেকসই নির্মাণ পদ্ধতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন কনক্রিট বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ল্যাবের চিফ কনসালটেন্ট প্রকৌশলী শাহাদাত শরীফ।
কর্মশালায় কিং ব্রান্ড সিমেন্টের গুণগত মান ও এর গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করেন টেকনিক্যাল ম্যানেজার প্রকৌশলী মো. ইমাম আল কুদরতী এলাহী।
বাড়ি নির্মাণের পূর্বেই ‘গুণগত নির্মাণ সামগ্রী ও নির্মাণ পদ্ধতি’ বিষয়ে বাড়ি নির্মাতাদের সচেতন করার লক্ষ্যে কিং ব্র্যান্ড সিমেন্ট এ কর্মশালার আয়োজন করে।
অর্ধশতাধিক বাড়ি নির্মাতা ছাড়াও কর্মশালায় কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষে ওয়েস্ট জোনের ডিজিএম (সেলস্) আব্দুল লতিফ, ব্র্যান্ড ম্যানেজার মো. শামীম আল-মামুন, ম্যানেজার (মার্কেটিং ফাংশনস) সাইফুল ইসলাম রুবেল এবং বরিশালের ডিএসএম কবির আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/এসআরএস