ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুনে আসছেন ভারতের বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
জুনে আসছেন ভারতের বাণিজ্যমন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। সফরে বন্ধুপ্রতীম দুই দেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে কথা বলবেন তিনি।

বুধবার (১৮ এপ্রিল) নয়াদিল্লিতে সুরেশ প্রভুর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। আমন্ত্রণপত্র গ্রহণ করে সুরেশ জানান, তিনি জুনেই সফরে আগ্রহবোধ করছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্কে ক্রমাগত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সুরেশ প্রভু বলেন, এই সম্পর্কে আরও উন্নতি সম্ভব।

বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও বর্তমানে সামলাতে থাকা সুরেশ প্রভু তার সফরে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল ঘুরে দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন কর্মসূচি দেখার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।