ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে এখনও প্রোপাগান্ডা হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে এখনও প্রোপাগান্ডা হচ্ছে বিজিএমইএ ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজ

ঢাকা: যে কোনো দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত, আর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা আরও অনাকাঙ্ক্ষিত এমনটা উল্লেখ করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, রানা প্লাজার দুর্ঘটনা নিয়ে এখনও প্রোপাগান্ডা চলছে।

তিনি বলেন, রানা প্লাজায় যারা আহত হয়েছে, তাদের জন্য চাকরির দরজা খোলা আছে। আমাদের কাছে এলে চাকরি দেয়া হবে।



রানা প্লাজা দুর্ঘটনার পাঁচ বছর সামনে রেখে শনিবার (২১ এপ্রিল) দুপুরে নগরীর বিজিএমইএ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, সঠিক তথ্য না তুলে কিছু কিছু এনজিও শ্রমিকদের নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। পোশাক শিল্পের উন্নয়নে এগুলো বন্ধ করা দরকার। দুর্ঘটনা শুধু আমাদের দেশে নয় পৃথিবীর অন্যান্য দেশেও ঘটে। অথচ রানা প্লাজার দুর্ঘটনার বর্ষপূর্তি এলেই এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। তবে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি।

সংগঠনটির সভাপতি আরও বলেন, পোশাক শিল্পে কোটি লোকের জীবন-জীবিকা হয়। অথচ ২০০ জনের সঙ্গে কথা বলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

পোশাক শিল্প নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, কিছু সংস্থা ও বিশ্ববিদ্যালয় আমাদের বিষয়ে না জেনে প্রতিবেদন দিচ্ছে, যা পোশাক খাতের জন্য ক্ষতিকর। আমি এইসব প্রতিবেদনের ধিক্কার ও নিন্দা জানাই। অনেক এনজিও এবং সুশীল সমাজকে বলবো, প্লিজ না জেনে কথা বলবেন না। কথা বললে আমাদের সঙ্গে কথা বলুন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, জাপানেও অনেক শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তবে ওই দুর্ঘটনাগুলো নিয়ে এতো বেশি প্রোপাগান্ডা হয়নি, যেভাবে রানা প্লাজা নিয়ে এখনও হচ্ছে।

এসময় সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।