ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ৮, ২০১৮
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বৈঠক শেষে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আসন্ন রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও সুজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার (৮ মে) দুপুরে নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মেয়র সাঈদ খোকন, কোন ক্রমেই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না।

আমরা সবাই মিলে এ ব্যাপারে তৎপর থাকবো।  

তিনি বলেন, রমজান আসার সঙ্গে সঙ্গে এক শ্রেণির ব্যবসায়ীর প্রবণতা আছে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে মানুষের মধ্যে দুর্ভোগ সৃষ্টি করে। এ সমস্ত অপতৎপরতা বন্ধ করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। খুচরা বাজারে কেউ অপতৎপরতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

ভোজ্য পণ্য সরবরাহককারী প্রতিষ্ঠানের নেতা এবং সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের দাম কোনো অবস্থাতেই বাড়বে না। প্রচুর পরিমাণে মজুত ও সরবরাহ করছি। কোন জিনিসের অভাব হবে না।

তবে গ্যাসের সমস্যার কারণে সরবরাহে কিছুটা সমস্যা হতে পারে বলে আশঙ্কা জানালে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন মেয়র সাঈদ খোকন।

বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ছাড়াও ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ, টিকে গ্রুপের সংশ্লিষ্টরা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০৮, ২০১৮
আইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।