শুক্রবার (১১ মে) দিবাগত রাতে বরিশালের পরিবেশক মেসার্স হাওলাদার আয়রন স্টোরের আয়োজনে নগরের হাটখোলা এলাকায় এ উপলক্ষ্যে এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেসার্স হাওলাদার আয়রন স্টোরের স্বত্বাধিকারী ও বরিশাল সিমেন্ট ও রড ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি কোম্পানির পরিচালক সাকিল আহমেদ চাকলাদার, হাওলাদার আয়রন স্টোরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হাওলাদার, মাসুদ হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মামুন হাওলাদার, সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান টিপু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন ঠিকাদার, সিমেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এপ্রিল ২০১৭ থেকে এপ্রিল ২০১৮ পর্যন্ত কিং ব্র্যান্ড সিমেন্ট সর্বোচ্চ বিক্রির জন্য ১০ বিক্রেতাকে রেফ্রিজারেটর, এলইডি টিভি, মোবাইলসহ বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়।
যারমধ্যে সর্বোচ্চ সিমেন্ট বিক্রি করায় সৌরভ ট্রেডার্সকে রেফ্রিজারেটর ও নাফিস এন্টারপ্রাইজকে এলইডি টিভি দেওয়া হয়।
সবশেষে অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীসহ সবাইকে নিয়ে ভোজের পাশাপাশি উপহার সামগ্রী দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমএস/এএটি


