কাপড়ের সঙ্গে মানিয়ে পড়ার জন্য কসমেটিকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে নারীরা।
ক্রেতাদের আকৃষ্ট করতে ঈদকে কেন্দ্র করে বিপনিবিতানগুলো সাজানো হয়েছে বাহারি সাজে। খাগড়াছড়ির মিনি সুপার মার্কেটে করা হয়েছে আলোকসজ্জা। দোকানগুলোতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নতুন ধরনের পোশাক ও পণ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। তাই শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীরা ঈদ বাজারের নেমে পড়েছে। বিশেষত দুপুর হলেই ক্রেতারা বাজারের দিকে ছুটতে শুরু করেন।
এদিকে পাহাড়ের ঈদ বাজারে কেবল বাঙালি মুসলিমরাই নয়, পাহাড়ি তরুণ-তরুণীরাও ভিড় করছেন নতুন জামা- জুতার ও কসমেটিকস কিনতে।
খাগড়াছড়ি মনিকা ব্রাদার্সের মালিক মো. ইদ্রিস বলেন, দুপুর ও ইফতারের পর ক্রেতাদের ভিড়টা একটু বেশি থাকে। বেচাকেনাও ভালো। তবে বৃষ্টি আর বন্যার কারণে মাঝখানে বেচাকেনা কিছুটা কম হয়েছে। ফ্যামিলি ফ্যাশনের মালিক মো. নজির হোসেন বলেন, ‘আমার দোকানে মূলত তরুণদের কাপড় বেশি। তরুণদের কথা মাথায় রেখে ঈদ উপলক্ষে নতুন নতুন শার্ট, প্যান্ট, টিশার্ট, পাঞ্জাবি এনেছি। বেচাকেনাও বেশ ভালো বলে জানান তিনি। এছাড়াও আমন্ত্রণ, জাফর ব্রাদার্স, গিফট ফ্যাশন, লিয়াকত ব্রাদার্সসহ বেশ কয়েকটি কাপড়ের বিপনিবিতানে ক্রেতার সমাগম বেশি।
এদিকে পাহাড়ি হস্তশিল্পের পোশাক ও হ্যান্ডিক্রাফট কিনতে জেলা শহরের বনানী, বেইন, বয়ন ওপাহাড়িকা টেক্সটাইলের দোকানসমূহে ক্রেতাদের আনাগোনা বেশি।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এডি/এএটি


