ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইএ’র বিমা বিক্রি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
বিআইএ’র বিমা বিক্রি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‘বিমা বিক্রি’ শীর্ষক আর্ন্তজাতিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা

ঢাকা: বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি (বিআইএ) আয়োজিত দিনব্যাপী ‘বিমা বিক্রি’ শীর্ষক আর্ন্তজাতিক প্রশিক্ষণ কোর্স একাডেমি ভবনের হলরুমে বুধবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও যুগ্ম-সচিব মুহাম্মদ আমজাদ হোসাইন। বিমা কোম্পানি ৭০ জন কর্মকর্তা এতে অংশ নেন।

প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন ভারতের প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনলাইটেনমেন্টের প্রধান নির্বাহী আদিত্য গাঙ্গুলী। সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান অনুষদ সদস্য এসএম ইব্রাহিম হোসাইন।  
         
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।