ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সফটওয়্যারের সনদের মেয়াদ শেষ হওয়ায় লেনদেন বিঘ্নিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
সফটওয়্যারের সনদের মেয়াদ শেষ হওয়ায় লেনদেন বিঘ্নিত

ঢাকা: দেশে কার্যরত তিনটি ব্যাংকের সফটওয়্যার সনদের মেয়াদ শেষ হওয়ায় আন্তঃব্যাংক লেনদেন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেনদেন বন্ধ থাকায় ব্যাংকগুলোকে গ্রাহকদের প্রায় হাজার কোটি টাকা স্থানান্তর করা সম্ভব হয়নি। এতে ভোগান্তিতে পড়েন অনেক গ্রাহক।

তবে সন্ধ্যা নাগাদ ফের লেনদেন স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।  

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আন্তঃব্যাংক লেনদেন করার জন্য ব্যাংকগুলো যে সফটওয়্যার ব্যবহার করে তার মধ্যে টেকনিক্যাল বোরিং মেশিন (টিবিএম) সফটওয়্যারের মেয়াদ শেষ হয়েছে ঈদের ছুটির মধ্যে।

ওই সফটওয়্যার নবায়ন না করলে আর লেনদেন করা যাবে না। তাই রোববার থেকে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃব্যাংক লেনদেন ছিল।  

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সফটওয়্যার আপডেট রাখার জন্য বাংলাদেশ ব্যাংক সবসময় ব্যাংকগুলোকে সর্তক থাকার পরামর্শ দিয়ে থাকে। শুধু আমাদের পরামর্শ দিলেই হবে না। এজন্য ব্যাংকগুলোকেও সজাগ থাকতে হবে, কখন তাদের সফটওয়্যারের মেয়াদ শেষ হয়ে যায়। সফটওয়্যারের মেয়াদ শেষ হওয়ার কারণে এখন গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সন্ধ্যা নাগাদ ফের চালু করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।