ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিল না দেয়ায় বাংলাবান্ধায় ভুটানের শতাধিক ট্রাক আটকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
বিল না দেয়ায় বাংলাবান্ধায় ভুটানের শতাধিক ট্রাক আটকা  বন্দরে আটকা পড়া পাথরবোঝাই ভুটানী ট্রাক।ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের বিল পরিশোধ না করায় ভুটানের শতাধিক ট্রাক আটকা পড়েছে। এতে বন্দরে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। 

বিগত ছয়দিন ধরে পণ্য লোড-আনলোড বন্ধ থাকায় ভুটানের ট্রাকচালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্দর সংরক্ষিত এলাকায় বিরাজ করছে উত্তেজনা।

 

বন্দর সূত্রে জানা যায়, সিঅ্যান্ডএফ এজেন্টরা বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের বকেয়া পরিশোধ না করায় এ অবস্থা তৈরি হয়েছে। সিঅ্যান্ডএফ এর কিছু এজেন্ট বন্দরের প্রায় আড়াই কোটি টাকার বিল বকেয়া রেখেছেন। তাই বন্দর কর্তৃপক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টদের নতুন করে আমদানি করা পণ্যে বন্দরের বিল নগদ টাকায় পরিশোধ করতে বললে এ অচল অবস্থা সৃষ্টি হয়। ভুটান থেকে আমদানি করা ১০৩টি ট্রাকের পাথর আনলোড না করায় প্রায় দেড় শতাধিক ট্রাকচালক গত বৃহস্পতিবার থেকে বন্দরে আটকা পড়েছেন।  

বন্দরের ম্যানেজার মামুন সোবহান বাংলানিউজকে জানান, ১২/১৩ জন সিঅ্যান্ডএফ এজেন্ট তাদের দুই কোটি ৪৭ লাখ ৯৪ হাজার ৭৪০ টাকা বকেয়া রেখেছেন। নগদ টাকা (ট্যারিফ) জমা করা সরকারি নিয়ম। আগের টাকা বকেয়া এখনই পরিশোধ না করলেও বর্তমানে যে বাণিজ্য হবে তার জন্য নগদ টাকা জমা দিতে হবে। এখন নগদে বিল দিলে পণ্য লোড-আনলোড করতে দেয়া হবে। না দিলে পণ্যসহ ট্রাক বন্দরে আটকা থাকবে।  

এ বিষয়ে কাস্টমসের রাজস্ব কর্মকতা জাকির হোসেন তাহের বাংলানিউজকে জানান, এটি সিঅ্যান্ডএফের বিষয়, আমাদের করার কিছু নেই।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।