ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচির সম্প্রসারণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচির সম্প্রসারণ ‘বইপড়া’ কর্মসূচি

ঢাকা: রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচির আওতায় বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিকাশ লিমিটেডের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, শিশু সাহিত্যিক আলী ইমাম, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মো. আবুবকর সিদ্দিক।

 

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত রয়েছে বিকাশ। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ২০১৮ সালে ৩৮ হাজার বইসহ গত পাঁচ বছরে এ পর্যন্ত প্রায় এক লাখ ৭৮ হাজার কপি বই দিয়েছে প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।