ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চার ব্যাংকের ২১শ' কোটি টাকার বন্ড অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
চার ব্যাংকের ২১শ' কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের ২১শ’ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো- ইসলামী, সোস্যাল ইসলামী, ডাচ-বাংলা ও ওয়ান ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) কমিশনের ৬৫৮তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামী ব্যাংককে ৭০০ কোটি, সোস্যাল ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংককে ৫০০ কোটি টাকা করে এবং ওয়ান ব্যাংককে ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি বন্ডের মেয়াদ সাত বছর।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।